নাটোরে টিএমএসএস আয়োজিত কৈশোর মেলা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত

নাটোরে টিএমএসএস আয়োজিত কৈশোর মেলা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত কৈশোর কর্মসূচি কর্তৃক আয়োজিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ও টিএমএসএসের ব্যবস্থাপনায় নাটোরে কৈশোর স্বাস্থ্য মেলা ও গুনীজনদের সম্মমনা প্রদান অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। কৈশোর কর্মসূচির পিসি ও ফোকাস পার্সোন যুগ্ম পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন গুরুদাসপুর পৌরসভার মেয়র মোঃ শাহনেওয়াজ আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন বক্তব্য দেন। টিএমএসএস প্রতিষ্ঠানের পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রতিষ্ঠানের আওতাধীন পরিচালিত কৈশোর কর্মসূচির গুরুত্ব, প্রয়োজনীতা ও কাদের কি কি সামাজিক করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস পরিচালানা পর্ষদের উপদেষ্টা ও জীবন সদস্য মোছাঃ আয়শা বেগম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের নাটোর জোনের, জোন প্রধান এ এস এম আরিফুল বাশার বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন টিএমএসএসের নাটোর কৈশোর কর্মসূচির সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম খান। অনুষ্ঠানে কৈশোর কর্মসূচি কর্তৃক গুনীজন সম্বর্ধনা প্রদান করা হয়। পরে স্থানীয় সাংস্কৃতিক গোষ্টির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করা হয়। অনুষ্ঠানে নানা শ্রেণির মানুষ, সংবর্ধিত গুনীজন, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী, কৈশোর কর্মসূচির বিভিন্ন ক্লাবের কিশোর-কিশোরী সদস্য, ক্লাব কর্মকর্তা, কৈশোর কর্মসূচির কর্মকর্তা ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়। বহু দর্শক শান্তি পূর্ণ ভাবে উপভোগ করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান