নাইক্ষ্যংছড়ি ২নং বাইশারী ইউপি'র অর্থ বছরের ইজারার ডাক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়!

নাইক্ষ্যংছড়ি ২নং বাইশারী ইউপি'র অর্থ বছরের ইজারার ডাক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়!
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি ২নং বাইশারী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ ইজারার ডাক, অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয় সভা কক্ষে ০৫ জুন বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি এর সভাপতিত্বে ও বাইশারী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাজাহান এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়নের ইউপি মহিলা মেম্বার গণের মধ্যে রয়েছে ১২৩নং ওয়ার্ডের ব্লাচিং মার্মা মার্মা, ৪৫৬ নং ওয়ার্ড়র সাবেকুরনাহার, ৭৮৯নং ওয়ার্ডের নুরজাহান, পুরুষ মেম্বার গণের মধ্যে রয়েছে ১নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন ২নং ওয়ার্ড় ইউপি সদস্য শাহাব উদ্দিন , ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য উবাচিং মার্মা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য নূর আহমেদ পুতন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সাদেক , ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ বেলাল উদ্দিন , ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবুতাহের।


অফিস সহকারি আমানুল্লাহ, আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল হোসেন, যুবক লীগের সভাপতি রাজু, নূর কবি রাশেদ, গ্রাম পুলিশের গ্রুপ লিডার সৈয়দ আলম ,সহ অন্যন্য ওয়ার্ড এর গ্রাম পুলিশ বৃন্দ, বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ উম্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন। বক্তব্যে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম, ইউপি সচিব মোঃ শাজাহান এবং বাইশারী ইউনিয়ন ইউপি সদস্যগণ বলেন, আজকের এই বাজেট সভাটি অন্ত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা, এই সভার মাধ্যমে আপনারা জানতে পারবেন, একজন নাগরিকের কি কি দায়িত্ব রয়েছে, এই বাজেট সভার উপর ভিত্তি করে সরকার আপনাদের ইউনিয়নের উন্নয়নে বরাদ্ধ পাঠাবে। তাই আপনারা নির্ধারিত কর সমূহ নির্ধারিত সময় পরিশোধ করবেন, তাহলে এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। বর্তমান সরকার ইউনিয়ন পর্যায় সরকারী সেবা সমুহ জনগনের দৌড় গোড়াই পৌছে দিতে বদ্ধ পরিকর, মানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই সেবা গুলো প্রতিটি গণতন্ত্র রাষ্ট্রের সরকার কর্তৃক জনগনের অধিকার সমূহ জনগণের কাছে পৌছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সরকার, আমরা সরকারের একটি অংশ।

সভাপতির বক্তব্যে মোঃ আলম চেয়ারম্যান আরো বলেন, আজ ২নং বাইশারী ইউনিয়ন পরিষদ বাসীর জন্য এই ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। সভাটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সভা,আমাদের বাৎসরিক আয় এর খাত সমূহ রাজস্ব আয়- হচ্ছে- ২৬,,০১,০০০/-উন্নয়ন আয়-১,৫১৫০,০০০/- আমাদের বাৎসরিক খরচ/ব্যায় সমূহের মধ্যে রাজস্ব ব্যয়ঃ ২৬,০১,০০০ উন্নয়ন ব্যায়ের মধ্যে মোট ব্যয়=১,৫১৪৭,৬০০/ ইজারা দারের ডাকের মধ্যে বিজয় হলেন বাইশারী বাজার সড়ক, করলিয়ামুরা সড়ক পথ, মোহাম্মদ মিজানুর রহমান -২৭,০০,০০০ (২৭ লক্ষ) বাইশারী নারিচবুনিয়া-গর্জনিয়া সড়ক পথ, মোহাম্মদ মোরশেদ -৩,৮০,০০০(তিন লক্ষ আশি হাজার টাকা) আলীক্ষ্যং ছড়া ও সড়ক পথ, রহমত করিম- ১,০০,০০০ (এক লক্ষ টাকা)। আপনার এই সভার মাধ্যামে আমাদের ইউনিয়ন পরিষদের আয়-ব্যায় তুলে ধরেছি, আমরা বসতবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কৃষি পণ্য, গৃহ পালিত পন্য, বিভিন্ন ফসল এর উপর যে কর বা টেক্স ধার্য করেছি, তার উপর ইতিমধ্যে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন, তা আমরা বিবেচনায় এনে পরবর্তীতে সংশোধন করা হবে। আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ,রাষ্ট্র গড়ে তুলি, উন্নয়নমূলক রাষ্ট্র গড়তে আমরা সরকারকে সহযোগিতা করি।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি