গলাচিপায় কৈশোর কর্মসূচি, উপজেলা ভিত্তিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান।
দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় কৈশোর কর্মসূচি, উপজেলা ভিত্তিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাইকেল রেস এর আয়োজন করা হয়েছে। আর্থিক সহযোগিতায় ও বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা,সিনিয়র প্রোগ্রাম অফিসার কৈশর কর্মসূচি মোঃ তসলিম ওয়াহিদ,উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম সাইউম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, কোডেকের সিনিয়র ব্যবস্থাপক মোঃ শেখ হাসানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক ভাবে দিন রাত ধরে কাজ করেন কোডেক কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধন শেষে ৭জন গুনি ব্যক্তিকে বিভিন্ন কেটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে কিশোর, কিশোরীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা ভিত্তিক কৈশোর স্বাস্থ্য মেলায় রক্ত পরীক্ষা বিভিন্ন স্বাস্থ্য সেবা দেয়া হয়।
দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন