রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২ লাখ সেনা হতাহত হয়েছে!
গতকাল মার্ক মিলে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা দ্য ইকোনমিক ক্লাব অব নিউইয়র্কের

গতকাল মার্ক মিলে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা দ্য ইকোনমিক ক্লাব অব নিউইয়র্কের এক অনুষ্ঠানে বলেন, আপনারা দেখেছেন, ইউক্রেনে এক লাখের বেশি রুশ সেনা নিহত অথবা আহত হয়েছেন। মার্কমিলে বলেন ইউক্রেনের দিকের হতাহতের সংখ্যাটাও সম্ভবত একই।
চলমান রাশিয়অ-ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষে হতাহতের যে পরিসংখ্যান মার্ক মিলে দিয়েছেন, তা স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত করতে পারেনি এএফিপ।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আট মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে সুনির্দিষ্ট তথ্য গতকালই পাওয়া গেল।
মার্ক মিলে আরও বলেন, যুদ্ধের সমাপ্তির বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। রাশিয়া বা ইউক্রেন কারও পক্ষেই এই যুদ্ধ সমাপ্ত করেত পারেব না। তিনি বলেন প্রকৃত অর্থে সামরিক উপায়ে যে বিজয় অর্জন সম্ভব নাও হতে পারে, বিষয়িট উভয় পক্ষের বুঝতে হবে। তাই যুদ্ধের সমাপ্তির জন্য অন্য উপায় অনুসরণ করতে হবে।
দৈনিক বিজয় নিউজ/ডব্লউবি