ঢাকায় টিএমএসএসের সাথে চাইনিজ গ্রুপ অব কোম্পানির চুক্তি স্বাক্ষর
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের ঢাকার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে চাইনিজ গ্রুপ অব কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। প্রধান কার্যালয়ে ১৮ আগষ্টে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টিএমএসএসের প্রধান আরএমজি অর্থাৎ গার্মেন্টস সেক্টরের মাধ্যমে মুখ্যত দেশের নারীর কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন হয়ে থাকে। টিএমএসএস এর লক্ষ্য ও দর্শন বাস্তবায়নের নিমিত্তে গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থিত শত শত কোটি টাকা ব্যয় করে গার্মেন্টস ফ্যাক্টরী কমপ্লেক্স টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড চলমান রয়েছে। টিএমএসএসের এ ফ্যাক্টরীর কলেবর বৃদ্ধি, কোয়ালিটি ও মান উন্নয়নসহ ফ্যাক্টরীট বহুমুখীতা বৃদ্ধি করার জন্য চাইনিজ গ্রুপ অব কোম্পানি এর সাথে চুক্তিনামা স্বাক্ষরিত হয়। চুক্তি অনুষ্ঠানে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি চাইনিজ গ্রুপ অব কোম্পানির উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, চাইনিজ গ্রুপ অব কোম্পানির প্রতিনিধি সহ টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান