শিশু বাইজিদ এর চিকিৎসার জন্যে মানবিক আবেদন

শিশু বাইজিদ এর চিকিৎসার জন্যে মানবিক আবেদন
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর জেলাধীন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের শরীফ মিয়ার ছেলে ও সাগরদী বাজারের চা ব্যবসায়ী সবুজ মিয়ার ভাতিজা,শিশু বায়জিদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই থেকে অদ্যবদি পর্যন্ত ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কর্তব্যরত ডাক্তার জানিয়েছে তাঁর চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়,বাইজিদকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে হবে।তার চিকিৎসার জন্যে কমপক্ষে ৩০ লক্ষ টাকার প্রয়োজন।বাইজিদ এর বাবা একজন দিনমজুর হওয়ায় ৩০ লক্ষ টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

উপরোক্ত বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে শিশু বাইজিদ এর চিকিৎসার স্বার্থে সমাজের প্রভাবশালী,সামর্থ্যবান ও প্রবাসী ভাইদের কাছে আর্থিক সহযোগিতা করার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি। (বিকাশ পার্সোনাল নাম্বারঃ- 01300641820)

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম