ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐক্য সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি থানার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ ২৪আগস্ট রোজ (শনিবার) বিকাল ৩টাই অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও ঐক্য সমাবেশ। দুপুর থেকে সমাবেশ কে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের ঢল নামে কুমার পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে।
ঐক্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, ঢাকা দক্ষিণ মহানগরী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান, প্রাচ্যের ক্যামব্রীজ খাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধাবী মুখ, জিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রশাসনের টানা ৫৪দিন রিমান্ডে নির্যাতিত নেতা, ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান জীবন্ত শহীদ মজলুম জননেতা জনাব মোঃ দেলাওয়ার হোসেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ। জেলা সহকারী সেক্রেটারি। জনাব মোহাম্মদ আলমগীর। জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, জনাব অধ্যাপক মাওলানা সোলায়মান হোসাইন। সদর উপজেলার আমীর। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। ঐক্য সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জনাব দেলাওয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৬বছর পর প্রকাশ্যে ঐক্য সমাবেশ করতে পারছে তাই শুকরিয়া আদায় করেন। এবং সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদে কে স্মরণ করেন। এবং ঐক্যবদ্ধ ভাবে ছাত্রজনতার বাংলাদেশ তৈরি করবেন।যেই বাংলাদেশ থাকবে না কোন বৈষম্য, সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে চলতে পারবেন।
নির্ভয়ে ঘুমাতে পারবেন মানুষ। আরো বলেন ভারত বিনা নোটিশে বাঁধ ছেড়ে দেওয়ার। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা হয়েছে। এতে ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী হয়েছে। এবং দীর্ঘ ১৬বছর স্বৈরাচারী সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন। সকলকে ঐক্যবদ্ধ ভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম