আশ্রিত আমি তুমি
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
এ পৃথিবী নয়তো অনন্ত কালের- তবুও মানুষ ভাবে তা চিরকালের, এখানে আজোও মানুষ চিরকাল ভাবে- হয়ত কাল কালান্তর এভাবেই কেটে যাবে ! এখানে ভালোবাসা শুভ্র প্রকৃত নিস্পাপ- খায়না মানুষ কেনো প্রকৃত প্রেমে খাপ... এখানে এখনও ফুট ফোটে গাছে গাছে- বায়ু প্রবাহিত হয়; খাল-বিল ভরা মাছে, পাখি গায় গান মিতালী সুরে দিবানিশি- এখানে তাই তো এখনো সব ভালোবাসি । এখানে সবুজ মাঠে বাতাসে ঢেউ খেলে- কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রমে কথা যায় ভুলে. এখানে কমছে রোজ মানবতার জয়গান- বাড়ছে হামেশাই স্বার্থলোভে আঘাতদান, অর্থবিত্তের প্রাধান্য সম্প্রীতি কোন ঠাসা- প্রকৃত মানুষ খুঁজলে পাওয়া যাবে চাষা! চাষ করে ফসল ফলায় মিটায় যে ক্ষুধা- এ কারনেই কৃষকই দেশপ্রেমিক সর্বদা... এখানে কেবল আমরা আশ্রিত বসবাসে- নয় স্বার্থপর কৃষক দেশপ্রেমিক চাষবাসে, আমরা স্বার্থে ভুলতে পারি শিকড়ের টান- কৃষান কৃষাণীরা নিজস্ব কৃতকর্মে মহান! প্রকৃত পক্ষে কৃষকের নিচে আমি তুমি- ধরতে পারি এ বাংলায় আশ্রিত তুমি আমি
দৈনিক বিজয় নিউজ/ আকাশ