জর্ডান সীমান্তে মার্কিন ঘটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধী:
সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান সমর্থিত কট্টর জঙ্গি গোষ্ঠী এ চালিয়েছে এবং“এর জবাব দেয়া হবে।” গত সাতই অক্টোবর ২০২৩ ইং এ ইসরায়েলে হামাসের হামলার পর ওই অঞ্চলে এই প্রথম কোন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করে ইরান এ হামলা চালিয়েছে-এমন সন্দেহকে নাকচ করে দিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইরানের বার্তা সংস্থা ইরানকে বলেছেন, “এ অঞ্চলের বাস্তবতাকে আমলে না নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে।” এদিকে, জর্ডানের দাবি হামলাটি সিরিয়ায় হয়েছে, জর্ডানের দাবি হামলাটি সিরিয়ায় হয়েছে, জর্ডানের ভেতর নয়। এই অঞ্চলে মার্কিন ঘটিতে এর আগেও হামলা হয়েছে, তবে এখনও পর্যন্ত মার্কিন সেনাদের কোন হতাহতের ঘটনা ঘটেনি। সর্বশেষ এই হামলার পেছনে কারা জড়িত সেটি এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে উপযুক্ত সময়ে এবং উপায়ে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।” ( সুত্র: বিবিসি )
দৈনিক বিজয় নিউজ/ই