বাংলাদেশের রিজার্ভ সংকটে পরলে চীন কীভাবে সহয়তা করবে!

বাংলাদেশের রিজার্ভ সংকটে পরলে চীন কীভাবে সহয়তা করবে!
ছবি: সংগৃহিত

দৈনিক বিজয় নিউজ প্র্রতিনিধী:

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত বেশ কয়েকমাস যাবৎ বলে আসছেন যে বাংলাদেশ রিজার্ভ সংকটে পড়লে চীন পাশে দাঁড়াবে। চীনের রাষ্ট্রদূত গত কয়েকমাসে এ কথা একাধিকবার বলেছেন, যেটি সংবাদমাধ্যমে রিপোর্ট হয়েছে। কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত আবারো একই কথা বলছেন। বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়েছে। গত দেড় বছরের বেশি সময় যাবত রিজার্ভ ক্রমাগত নিচের দিকে নামছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের আশংকায় সরকারের দিক থেকে ডলার সাশ্রয়ের জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু সরকার ও বাংলাদেশ ব্যাংক সবসময় বলে আসছে যে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে। বাংলাদেশে রিজার্ভ সংকট হলে চীন কিভাবে সহায়তা করতে পারে? চীন কেন এ ধরণের সহয়তার কথা বলছে? এসব নিয়ে নানা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ই