ভারতে অনুপ্রবেশকালে কসবা সীমান্তে ১ জন মানব চোরাচালানী আটক

ভারতে অনুপ্রবেশকালে কসবা সীমান্তে ১ জন  মানব চোরাচালানী আটক
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাফপুর সীমান্তে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবা বিওপির টহল টিম অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ১ জন বাংলাদেশী মানব চোরাচালানীকে আটক করেছে ৬০ বিজিবি।
২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ কসবা বিওপির টহল দল তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের রনাইতলা গ্রামের মৃত মতিলাল চক্রবর্তীর ছেলে বিপ্লব চক্রবর্তী (৩৫) বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার। প্রেস রিলিজে জানা যায়, সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৩৯/১১-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কসবা উপজেলার হাফপুর নামক স্থানে বাংলাদেশী মানব চোরাচালানী পাসপোর্টবিহীন বাংলাদেশ হতে ভারতে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল তাকে আটক করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অজ্ঞাত ২/৩ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে পাচারে সহায়তা করার জন্য গমনামন করছিল। আটককৃত বাংলাদেশী মানব চোরচালানীকে পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ