পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম কাচা বাজার নিমসার বাজারে সকল প্রকার টোল বা খাজনা আদায় বন্ধ।
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
দেশের দ্বিতীয় বৃহত্তম শাক সবজির কাচা বাজার কুমিল্লার নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খাজনা- টোলের নামে ব্যবসায়িদের বাধ্য করা হয় টাকা দিতে । এমন অভিযোগের পর রবিবার টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় বাজারে এসে কর্মকর্তারা জানান নিমসারের সকল প্রকার খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন। ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা এবং টোলের নামে প্রতিটি পণ্য থেকেই অমানবিকভাবে তিন দফায় চাঁদাবাজি করে আসছে একটি চক্র। যে কারণে খুচরা ব্যবসায়িদের পাইকারি মূল্যে বেশি দামে কিনতে হয় শাক সবজি। অবাধে চাঁদা আদায়ের অভিযোগে রবিবার সকালে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। ব্যবসায়িদের অভিযোগ শোনার পর এবং হাইকোর্টের নির্দেশনা থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল খাজনার টাকা আদায় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। ব্যবসায়িরা জানান, পাইকারী বাজার থেকে বেশি মূল্যে কেনা হলেই খুচরা বাজারে দাম বাড়ে শাকসবজির। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারী বেশি দামে কেনা হয় বলেই শাকসবজি বেশি দামে বিক্রি হয় সাধারণ মানুষের কাছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ