ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের সচিব ও এনবিআরের চেয়ারম্যানের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় অর্থ মন্ত্রণালয়ের সচিব ও এনবিআরের চেয়ারম্যানের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

ঢাকায় অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এর সাথে তাঁর ঢাকার অফিস কার্যালয়ে ২৭ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যম সৌহার্দ পূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানের নিকট উদ্যোক্তা সম্পর্কিত নানা দিক তুলে ধরেন। ড.হোসনে আরা বেগম বলেন উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তাদের সমস্যা, সীমাবদ্ধতা, Cost of Business ও Ease of doing business বিবেচনায় না নিয়ে বিগত পতিত সরকারের মতো শিল্প মালিক ও ব্যবসায়িদের নিকট থেকে উচ্চহারে ভ্যাট-ট্যাক্স আদায়ের ক্ষিপ্রতায়, লক্ষ্যমাত্রা ধার্য্য না করে ভ্যাট-ট্যাক্সের নিট আওতা বৃদ্ধি করা দরকার। নচেৎ শিল্প-কারখানার Growth হবে না, কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, বেকারত্ব দূর হবে না, দেশের বিশৃঙ্খলা হ্রাস পাবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের সুচিন্তিত ও লাগসই, যুতসই কর পলিসি প্রথা চালু করলে দেশ সমৃদ্ধ ও শক্তিশালি হবে। তিনি আরও বলেন দাতব্য প্রতিষ্ঠান ও কার্যক্রম অনুকূলে উৎসে ভ্যাট-ট্যাক্স ব্যয় করে এনবিআর-এর কর্মকর্তাদের নিকট প্রমাণকসহ জবাবদিহিতা সাপেক্ষ ভ্যাট-ট্যাক্স অব্যাহতি করা নীতিমালাতে অন্তর্ভুক্ত থাকা আবশ্যক। এ সময় অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও এনবিআর এর চেয়ারম্যান ধৈর্য ধারে তাঁর কথা শোনেন। সিনিয়র সচিব বিষয়টি দেখবেন বলে ড.হোসনে আরা বেগমকে আশ্বাস দেন। আলোচনা শেষে টিএমএসএসের নির্বাহী পরিচালক অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও এনবিআর এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানকে বগুড়ায় টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও টিএমএসএসের কার্যক্রম পরিদর্শনের আহবান জানালে তিনি কোন এক বিশেষ সময়ে বগুড়ার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করার সম্মতি জানান। শেষে টিএমএসএসে নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান এফসিএমএ-কে টিএমএসএসের প্রকাশনা ও প্রস্তাবনা সম্বলিত একটি পুস্তক হস্তান্তর করেন। এ সময় অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান