মির্জাগঞ্জের নূরে মদীনা মাদ্রাসার হেফজ সমাপনী ও হেফজ সবক অনুষ্ঠান আয়োজিত হয়।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
২৭ অক্টোবর( রবিবার) বাদ মাগরিব পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে অবস্থিত নূরে মদীনা মাদ্রাসা এই মাদ্রাসার কয়েকটি শাখাও রয়েছে। এর মধ্যে হেফাজ বিভাগের হেফজ সমাপনী ও হেফজ সবক অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক মানের হাফেজ সাবেক দোহা কাতার এর সম্মানিত ইমাম পটুয়াখালী বায়তুল মামুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ জাকির হোসাইন আজমী সাহেব তার নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে থাকেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা মোস্তফা কামাল সাহেব বিশেষ অতিথি হিসেবে থাকেন পটুয়াখালীর বড় বড় মসজিদের সম্মানিত খতিব সাহেবরা শীর্ষ স্থানীয় আলেম হাফেজ মাওলানা মুফতি সাহেবগন। অনুষ্ঠানে আল্লাহ পাকের কালাম ৩০ পারা কুরআন মুখস্থ করে হেফজ ছাএরা ফারেক হন এবং নতুনরা আবার আল্লাহ পাকের কালাম সিনায় ধারণ করার জন্য হেফজ সবক নেন। অনুষ্ঠানে বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা সাহেবগন দুনিয়া ও আখেরাত সম্পর্কে বয়ান করেন মানুষকে দীনের দাওয়াত দেন নছিয়াহ করেন।আন্তর্জাতিক হাফেজ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জাকির হোসাইন আজমী সাহেব দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন