পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ বছর পর জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশের ডাক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ১৭ বছর পর জামায়াতে ইসলামীর  মিছিল-সমাবেশের ডাক
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

২৮ অক্টোবর (সোমবার)  বিকাল  ৪ ঘটিকায় উপজেলা চত্বরে  পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর আওয়ামী লীগের লগি-বইঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দীর্ঘ ১৭ বছর পর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান সহকারে দলটির শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্তি করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম কাওসারী। আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান প্রমুখ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর ছাত্রলীগ, যুবলীগসহ তার সকল গুন্ডা বাহিনী লগি-বইঠা নিয়ে ঢাকা বায়তুল মোকাররমের উত্তর গেটে আমাদের জামায়াতে ইসলামীর সমাবেশে অত্যন্ত পৈশাচিকভাবে হামলা করেছিলো। সেই হামলা করে জামায়াতের অনেক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের মাধ্যমে এই হত্যার বিচার চাই সরকারের কাছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন