সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধীদের সবজি বাজার ঝালকাঠিতে

সিন্ডিকেট ভাঙতে বৈষম্যবিরোধীদের সবজি বাজার ঝালকাঠিতে
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

যেখানে ১০০ টাকার নিচে পাওয়া যায় না কোন সবজি, সেখানে বেগুন ৪০ টাকা, মূলা, শসা, পেঁপে ও লাউ ৩০ টাকা করে, করোল্লা ৪৫ ও কাঁচামরিচ ১৩০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এমন অবিশ্বাস্য দামেই সবজি বিক্রি শুরু হয়েছে ঝালকাঠিতে। "তবে তা নিয়মিত বাজারে নয়" মঙ্গলবার সকালে জেলাশহরে সদর চৌমাথায় কেনাদামে এই সবজি বাজার চালু করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এমন দামে সবজি কিনতে প্রথম দিনেই ভিড় পড়ে যায়। প্রায় অর্ধেক দামেই সব ধরনের শাক-সবজি কিনতে পেরে দারুন খুশি ক্রেতারা। আয়োজোকরা জানান বাজারে কয়েক ধাপ বিক্রেতাদের হাত বদল হওয়ায় নিত্য পণ্যের ঊর্ধ্বগতি। সিন্ডিকেট গড়ে উঠায় ক্রেতারা তাদের কাছে জিম্মি। তাই এই মধ্যশর্তভোগী আর সিন্টিগেট ভেঙে ভোক্তাদের সহযোগিতা করতেই এমন উদ্যোগ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ