নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ রায়পুরা নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর বিভিন্ন স্থানে পৃথক ৩টি অভিযানে বিদেশি পিস্তল, গাঁজা উদ্ধারসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান এসব তথ্যগুলো নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, শহরের সাটিরপাড়া (বকুলতলা) এলাকার বাদল মিয়ার ছেলে সনেট(৩৫), চৌয়ালা এলাকার বাসেদ মিয়ার ছেলে রুবেল (২৩), কুষ্টিয়ার দৌলতপুর থানার কল্যাণপুর গাইনপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহাগ মিয়া (১৯), নরসিংদীর শিবপুর থানার কারারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে আল আমিন (৩০), একই জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে আলামিন @ আমিন (৩০) নেত্রকোনার পূর্বধলা থানার নুরুল ইসলাম শান জুগলীর ছেলে মাসুম মিয়া (৩০), একই জেলার কলমাকান্দা থানার হল্লাখালি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৮), মাদারীপুর জেলার শিবচর থানার চর বয়রা তলা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী লিলি বেগম(৩৬) এবং ঢাকার কেরানীগঞ্জের মোঃ বিল্লালের ছেলে মোঃ শুভ (১৯)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দেশী অস্ত্র এবং গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, সোমবার রাতে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণ পাড়ার বালুর মাঠে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি গ্রহন করছিল এমন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক আঃ গাফ্ফার (পিপিএম) উপপরিদর্শক মোজাম্মেল হক,
মোঃ জুয়েল রানা, লুৎফর রহমান, আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালিয়ে বহু মামলার আসামী সনেট (৩৫) ও রুবেল (২৩) কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল ও লোহার তৈরি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সনেটের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতিসহ ২০টিরও অধিক মামলা রয়েছে বলে জানা যায়। অপর আরেক ঘটনায় শিবপর মডেল থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, পুটিয়া ইউনিয়নের চৌরবর্দী গ্রামের হানিফ মিয়ার বাড়িতে অজ্ঞাত ১০/১২ জনের একটি ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে হানিফের স্ত্রীকে মারধর ও পরিবারের সদস্যদের জিম্মি করে ৭ ভরি স্বর্ণ, নগদ টাকা সহ ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করেন। অপরদিকে বেলাব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বারৈচা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ সাদ্দাম উদ্দীন রাজ