পাবনার সাঁথিয়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা

পাবনার সাঁথিয়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতিকে ফুলের শুভেচ্ছা
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নিযুক্ত হয়েছেন অত্র কলেজর প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ আব্দুল মালেক। এ সংবাদ পাওয়ার পর কলেজর শিক্ষক কর্মচারীদের মধ্যে এক ধরনের আনন্দের আভাস লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবনির্বাচিত সভাপতি কলেজের শিক্ষক মিলনায়তনে সকল শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি কলেজ শিক্ষকদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অন্যদের মধ্যে সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের বিদুৎসাহী সদস্য মোঃ জলাল উদ্দিন ও কলেজ শিক্ষক বক্তব্য দেন। শিক্ষক ও কর্মচারীগণ তাদের বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষকে সভাপতি হিসেবে পেয়ে অনেক, অনেক খুশি হন ও তাঁকে ভবিষ্যতেও সভাপতি হিসেবে পেতে চান। তারা সভাপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। উল্লেখ্য মুহাঃ আব্দুল মালেকের অক্লান্ত পরিশ্রমে কলেজটি পাবনা জেলার মধ্যে নারী উচ্চ শিক্ষার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষ জনক। তাঁর হতেই কলেজর সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। এইচএসসি পরীক্ষা কেন্দ্র, বিএম পরীক্ষা কেন্দ্র, বিএ/বিএসএস পরীক্ষা কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা কেন্দ্র তার আমল থেকেই এ কলেজে চলমান রয়েছে। তিনি ২০২১ সালের ৩১ ডিসেম্বর কলেজ থেকে অবসর গ্রহণ করেন। এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান