বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির স্কলারশীপ অ্যাওয়ারর্ডিং অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে স্কলারশীপ অ্যাওয়ারর্ডিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব বিদ্যালয়ের অডিটরিয়ামে ৪ অক্টোবর সোমবার সকালে ইউএনডিপি’র সহযোগিতায় ফিউচারনেশন প্রোগ্রামের আওতায় দ্বিতীয় পর্যায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই কর্মসূচীর মাধ্যমে পুন্ড্র ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা “বিজনেস এন্ড সোশাল ইংলিশ স্কিল” ও “ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল” দুইটি শাখায় ব্রিটিশ কাউন্সিলের ফ্রি অনলাইন কোর্স সম্পন্ন করার মাধ্যমে দক্ষতা অর্জন করবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, প্রথম পর্যায়ে এই কোর্স দু’টিতে প্রশিক্ষিত হয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি’র ছাত্র-ছাত্রীরা তাদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ সুযোগ লাভ করেছে।
দ্বিতীয় পর্যায়ে নিবন্ধিত শিক্ষার্থীরা দক্ষতার সাথে কোর্স দুটি সুসম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধনী পর্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পিইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ'র মাননীয় চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা-বেগম। তিনি টিএমএসএস পরিচালিত বিভিন্ন মানবিক কর্মকান্ডের কথা তুলে ধরেন। তিনি এমন কাজে শিক্ষার্থীদের অংশ নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার ড.এস.জে. আনোয়ার জাহিদ, অর্থ পরিচালক আবু জাহিদ মোঃ জগলুল পাশা, বিওটি সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ নাজমুল হক, প্রক্টর সাব্বির হাসান ও এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গ্রামীণ ফোনের সহযোগিতায় এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিবন্ধন প্রক্রিয়াসহ ফিউচারনেশন প্লাটফর্ম বিষয়ে দিক নির্দেশনা দেন ভিজুয়াল কন্টেন্ট ডেভেলপার, ইউএনডিপি-ফিউচারনেশন প্রজেক্ট খন্দকার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান