বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচংগে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন কুল ও মাদ্রাসার শত শিক্ষার্থীদের মাঝে চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) এর অর্থায়নে এবং বুড়িচং উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন উপজেলা নির্বাহি অফিসার সাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অফিস সহকারী মোঃ ফয়সালসহ বিভিন্ন স্কলে ও মাদরাসার ১০০ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ