চিরির বন্দরের আলু চাষিরা ব্যস্ত সময় পার করছেন
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। কেউ তৈরি করছেন জমি। আবার কেউ জমি তৈরির পর বপন করছেন আলুর বীজ। যেন আগাম আলু চাষে ধুম পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের মত এবার আবহাওয়া অনুকুল না থাকায় একটু বিলম্বে শুরু করেছেন অনেক কৃষক। উঁচু সমতল জমিতে ধান কেটে আগাম আলু চাষ করা হচ্ছে। আলু রোপণকে ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে মাঠজুড়ে। উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মহসিন আলী বলেন- ৩ বিঘা জমিতে আগাম জাতের ধান আবাদের পর ফসল ঘরে তুলেছি। এখন ওই জমিতে আলু আবাদ শুরু করেছি। গত কয়েকদিনের বৃষ্টির কারণে একটু বিলম্ব হয়েছে। একই এলাকার কৃষক সাজ্জাদ ইসলাম ও রসুলপুর গ্রামের আমজাদ হোসেন বলেন, হঠাৎ করে বৃষ্টির ফলে কিছুটা বিলম্ব হয়েছে। কালিপূজার সময় প্রতিবছর একটু বৃষ্টি হয়। এ কারণে জমি তৈরি করতে একটু বিলম্ব হয়। তারপরও উঁচা ডাঙ্গা জমিগুলোতে আগাম আলুর বীজ বপন করেছি। বাজারে আলুর দাম বেশি হওয়ায় এবছর ভাল দামের আশা করছি।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বল্প মেয়াদি আগাম আউশ ও আমন ধান কাটা-মাড়াই শেষ করে সেই জমিতে আগাম জাতের আলুর বীজ বপনের কাজ চলছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য মাঠে রয়েছেন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম, লাবনী আক্তার ও ফয়েজ হাসান বলেন, কৃষকেরা আলু আবাদের পর ওই জমিতে ভুট্টাসহ অন্যান্য ফসল চাষাবাদ করে থাকেন। জমি তৈরি থাকায় ওই জমিতে পরবর্তী আবাদের জন্য খরচও কম হয়। ফলে অধিক লাভবান হচ্ছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন বলেন, এবছর থেমে থেমে বৃষ্টি হয়েছে। ফলে আগাম জাতের আলু চাষের জন্য আশির্বাদ স্বরুপ। গত বছরের তুলনায় এবছর আলু চাষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। যে বছর যে ফসলের দাম বেশি হয় তা পরের মৌসুমে, সেই ফসল কৃষকেরা বেশি আবাদ করে থাকেন। তিনি আরো বলেন, এবছর উপজেলায় ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পুরো সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি জুড়ে আগাম আলুর বীজ বপন করা হয়। আগাম আলু আনুমানিক ১৫০ হেক্টর জমিতে করা হচ্ছে। গত বছর আলু অর্জিত হয়েছিল ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে। এটিই এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান