জাহাঙ্গীরপুর যাওয়া সড়কটি ছয় মাসেই ধসে পড়ছে!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বিগত সরকারের সময়ে দিনাজপুর ৪ চিরিরবন্দর খানসামা এলাকায় দায়িত্ব পালন করেছেন আওয়ামীলীগ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।অভিযোগ আছে তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে!দায়িত্বে থাকা কালিন সরকারের বিভিন্ন বরাদ্দ নিয়ে শুধু নাম মাত্র কাজ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে তিনি চাঞ্চল্যকর মুজাহিদ হত্যা মামলার প্রধান আসামি ও পলাতক আছেন।
দিনাজপুরের খানসামা উপজেলা থেকে জাহাঙ্গীরপুর যাওয়ার সড়ক এটি। ছয় মাস না পেরেতেই ধসে পড়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান