৩০০ ফিট মহাসড়কে, সড়ক দুর্ঘটনায় দুজোনের মৃত্যু ।

৩০০ ফিট মহাসড়কে, সড়ক দুর্ঘটনায় দুজোনের মৃত্যু ।
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঢাকার রাজধানী ৩০০ ফিট মহাসড়কে আজ ৭ই নভেম্বর ২০২৪। একটি ট্রাক ৫ টি কনভেয়ার বেল্ট বহন করে ৩০০ ফিট রোড দিয়ে ঢাকায় ঢুকছিল। কিছু দড়ি দিয়ে বেল্টগুলো ট্রাকের সাথে বাঁধা ছিল। সেই দড়ি ছিঁড়ে যাওয়ায় ট্রাক চালক ট্রাকের গতি নিয়ন্ত্রণ না করতে পেরে এক্সিডেন্ট করে। তাতে দুজনের মৃত্যু হয়। এক্সিডেন্টটি হয় কুড়িল বিশ্বরোড থেকে ৩ কিলোমিটার দূরে ৩০০ ফিট মহাসড়কে। ট্রাক ড্রাইভার এর অসচেতনতা এবং যারা ট্রাকে কনভেয়ার বেল্ট তুলেছে এবং বেধেছে তাদের অসচেতনতার কারণে এক্সিডেন্টেটি ঘটে। মারা যাওয়া দুই ব্যক্তির পরিচয় এবং সকল তথ্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।

ঢাকার ৩০০ ফিট মহাসড়কে বিভিন্ন ধরনের গাড়ি যেমন মোটরসাইকেল প্রাইভেট কার পিকআপ ইত্যাদির বেপরোয়া গতির জন্য অসংখ্য এক্সিডেন্ট হচ্ছে। তাই সকলের সচেতন হই।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ