শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও চেয়ারম্যান কর্তৃক উপহার প্রদান
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রখ্যাত নারী সংগঠক, দেশের শিক্ষা সম্প্রসারণের জীবন্ত কিংবদন্তি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব, বর্তমান যুগের আলোকবর্তিকা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয় ১০ ডিসেম্বর দুপুরে মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম আমিনুল ইসলাম আকস্মিক পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.চিত্তরঞ্জন মিশ্র। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে উপাচার্য ড. চিত্তরঞ্জন মিশ্র উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।আলোচনায় প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক নানা দিক নির্দেশনা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর আহ্বানে তিনি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসনে-আরা বেগম এর পক্ষ থেকে দেওয়া শুভেচ্ছা উপহার সমুহ শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা পরামর্শ দেন। শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সফর সঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রশাসন বিষয়ক বিশেষজ্ঞ এ.এইচ.এম. মইনউদ্দিন তিতাস ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস প্রমুখ। শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিওটি ভাইস চেয়ারম্যান ও টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য ও টিএমএসএস এর উপদেষ্টা আয়শা বেগম, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারী ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান