আলোর দিশারী সামাজিক সংগঠনের উদ্যোগে -আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আলোর দিশারী সামাজিক সংগঠনের উদ্যোগে -আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলায় আলোর দিশারী সামাজিক সংগঠনের উদ্যোগে এবং ইটাখোলা ছাত্র জনতা ও যুবসমাজের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ইং ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাখোলা গোলচত্বর বালুর মাঠে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী। আলোর দিশারী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী আব্দুর রহমান কাশেমীর সভাপতিত্বে আলোচনা ও মিলাদ মাহফিলে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. কিবরিয়া গাজী। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসাইন, ইসলামী গজল পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী। এছাড়াও পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, জাকির হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক কাজী শাহেদ, উপজেলা বিএনপির সদস্য শাহীন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এম এ আল আমিন প্রমুখ। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন