টেকনাফ পৌর জামায়াতের কর্মীসম্মেলনে মুহাম্মদ শাহ জাহান বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নাই

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর টেকনাফ পৌর শাখার বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান বলেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নাই। ৫৩ বছর ধরে যারা পর্যায়ক্রমে শাসন করেছে তাদের শাসন কার্য আপনারা সবাই দেখেছেন, তারা আপনাদের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারেনি,তারা দেশের আইন,বিচার ও শিক্ষা ব্যবস্থাকে ধব্বংস করেছে,ব্যাংক লুটপাট,বিনা বিচারে মানুষ হত্যা করেছে, এবং জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের জ্যুডিশিয়াল কিলিংকরে হত্যা করেছে, ইয়াবা রাজ্যের বিস্তার করে টেকনাফ কে কলংখিত করেছে, নাফনদীর সীমান্ত বাণিজ্য ও কড়িডোর বন্ধ করে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছেন, বন্দরে সিন্ডিকেট করে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করে দেশীয় শ্রমবাজারের বারটা বাজিয়েছে।
এসমস্ত অপকর্ম ও দুর্নীতির খড়গে নিমজ্জিত হয়ে অবশেষে কোন উপায়ান্তর না পেয়ে ২৪ এর জুলাই আগষ্টের ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মূখে এই ফ্যাসিবাদী সরকারের এমপি,মন্ত্রী,ও প্রধানমন্ত্রী সহ একযুগে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাদ্য হয়েছে। তিনি আরো বলেছেন শেখ হাসিনার এই দেশে সহজে এসে রাজনীতি করার আর কোন অধিকার নেই,তাকে আইনের মাধ্যমে এদেশে এনে সকল অপকর্মের শাস্তি স্বরুপ ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদন্ড নিশ্চিত করাহবে।
তিনি গতকাল ১১ জানুয়ারি বিকাল ২. ৩০ টায় টেকনাফ পৌর জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে উপরোক্ত কথা গুলো বলেছেন।পৌর জামায়াতে সভাপতি রবিউল আলমের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত জায়াতের বিশাল কর্মীসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ,মাওঃ নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান।বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম,জেলা জামায়াতের সৃাজ কল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী,টেকনাফ উপজেলা জামায়াত আমীর মাওঃ রফিকউল্লাহ,সেক্রেটারি মাওঃ ফোরকান আহমদ,এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, ইসলামীছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার সভাপতি তারেক রহমান,সাবেক পৌর ভারপ্রাপ্ত মেয়রও জামায়াত নেতা মুহাম্মদ ইসমাঈল, হ্নীলা ইউনিয়ন আমীর মাওঃ গিয়াসউদ্দিন নিজামী,হোয়াইক্যং ইউনিয়ন আমীর মাওঃ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াত নেতা,মাওঃ সাঈদ আহমদ তারেক,মাওঃজোবাইয়ের,ছিদ্দিকুর রহমান,শহিদুল ইসলাম মেম্বার,মুহাম্মদ আইয়ুব সহ জামায়াতের উপজেলা পৌর,ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক