পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলার চাটমোহর পৌর বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক পদে মোঃ তৌহিদুল ইসলাম তাইজুল এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল হক সিন্টু নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি২০২৫) বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চাটমোহর আরসিএন এন্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ আসাদুজ্জামান আরশেদ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ এম জাকারিয়া পেয়েছেন ২৩০ ভোট। অপর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মাসুম পেয়েছেন ৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ তৌহিদুল ইসলাম তাইজুল ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী পাবনা জজ কোর্টের এডভোকেট সাইদুর রহমান পেয়েছেন ১৮১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শেখ জিয়ারুল সিন্টু ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুল মুতালিব প্রামানিক পেয়েছেন ১৪১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে মোঃ রফিকুল ইসলাম মিলু পেয়েছেন ৬২ ভোট ও মোঃ লিখন আলী পেয়েছেন ২৬ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মির্জা আজিজুর রহমান রাত আটটায় ফলাফল ঘোষণা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ