বগুড়ায় টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের ক্যাম্পাস চত্বরে ৬-ফেব্রুয়ারী এলাকার সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টিএমএসএস কর্তৃক আয়োজিত বগুড়ার টিএমএসএস চত্বরে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও শীতবস্ত্র বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মোঃ নূরে আলম। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক ও লংকা বাংলার অর্থায়নে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এছাড়াও টিএমএসএসের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। কয়েক শত দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় টিএমএসএসের সাবেক উপনির্বাহী পরিচালক ও টিইসিএসএলের নির্বাহী কর্মকর্তা মোঃ বজলুর রহমান, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, সুবিধা ভোগী মানুষ, ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র কম্বল পেয়ে তারা অত্যন্ত খুশি। তারা টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম ও টিএমএসএসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান