শ্রমিক দল নেতার উপর বন্ধুক হামলা, অল্পের জন্য প্রাণ রক্ষা পেলো!

দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
শ্রমিক দল নেতা আসাদুজ্জামান নূর (মাসুম) এর উপর বন্ধুক হামলার ঘটনা ঘটে। দুই থেকে তিনটা ফায়ার করা হয়। দৌড়িয়ে পালিয়ে কোনমতে প্রাণ রক্ষা করে সে। শ্রমিক দল নেতা আসাদুজ্জামান নূর মাসুম ব্যক্তিগত প্রয়োজনে রাত দশটার দিকে বাসার বাহিরে যাই। কাজ সেরে বাসার উদ্দেশ্যে রওনা হয়, তখন রাত এগারোটা বাজে। একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে তার উপর হামলা করে, বলতে থাকে পাইছি পাইছি ধর। আজকে মেরে ফেলতে হবে, বলেই ফায়ার করে। ঘটনাটি ঘটে ঢাকা শেওড়া রেলগেট জমজ রোডের ভিতরে।
গুলির শব্দ শুনে আশেপাশে মানুষ আসে, ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অন্ধকার থাকাই কাউকে ভালো করে দেখতে পাইনি বলে চিনতে পারা যায়নি। মূলত শ্রমিক দল নেতা আসাদুজ্জামান নূর (মাসুম)কে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। জানা যায় শ্রমিক দল নেতা আসাদুজ্জামান নূর (মাসুম) হামলার দিন সারাদিনই নয়াপল্টন বিএনপি'র কার্যালয়ে দলীয় কার্যক্রমে ব্যস্ত ছিল। সে দলের সকল প্রোগ্রামে তার অনুসারীদের নিয়ে উপস্থিত থাকেন। প্রতিদিনই কোন না কোন প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন বলে জানা যায়। এতে করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী তাকে টার্গেট করে থাকতে পারে বলে শ্রমিকদল নেতা ধারণা করে। এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে শ্রমিক দল নেতা আসাদুজ্জামান নূর (মাসুম) ।
তিনি বলেন গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর আমি ওইখানে যাই এবং গলির একটি খোসা ওখানে পাই এবং কুড়িয়ে হাতে নেই। উক্ত সন্ত্রাসী হামলার জন্য মামলাত প্রক্রিয়া দিন। উপস্থিত অনেকে বলেন বিভিন্ন জায়গায় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর এরকম সন্ত্রাসী হামলা চলছে। সরকার এইসব সন্ত্রাসীদের ধরে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সন্ত্রাস মুক্ত দেশ করা সম্ভব নয়। বিশেষ করে আওয়ামী অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে এখনই হেফাজতে নেয়া জরুরী। উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক দল নেতা আসাদুজ্জামান নূর এর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনার তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতার দাবি জানিয়ে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আলামিন (Senior Correspondent)