বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত ৪ দিনব্যাপী “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুল এন্ড কলেজ চত্বরে ৮ ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলীর কলেজ সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক বিশিষ্ট গুণিজন ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব প্রফেসর মোঃ আবেদ নোমানী। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রেজাউল করিম বাদশা সভাপতি।

বগুড়া জেলা বিএনপি ও সাবেক মেয়র, মোঃ রমজান আলী আকন্দ, বগুড়া জেলা শিক্ষা অফিসার, বগুড়া ও ড. এস.জে. আনোয়ার জাহিদ, রেজিস্ট্রার, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম. আলী হায়দার প্রমুখ। অনুষ্ঠানে অন্যদের টিপিএসসি গভর্ণিং বডির সদস্যবৃন্দ, টিএমএসএস ও বিসিএল গ্রুপ-এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপনী দিনে “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (আন্তঃহাউস)-২০২৫ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের হাউসের মধ্যে শের-ই-বাংলা হাউস ১ম স্থান, নজরুল হাউস ২য় স্থান ও শহীদুল্লাহ হাউস ৩য় স্থান অধিকার করে এবং ছাত্রীদের হাউসের মধ্যে বেগম রোকেয়া হাউস ১ম স্থান ও বেগম সুফিয়া কামাল হাউস ২য় স্থান অধিকার করে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান