রাজবাড়ীতে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২২ জন

রাজবাড়ীতে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২২ জন
ছবি: মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই মাটি ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৯জনকে আটক করেছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,তেতুলিয়া গ্রামের মৃত সুবোধ পালের ছেলে শুশীল পাল বহরপুর দরিপাড়া গ্রামের জুয়েল শেখের কাছে মাটি বিক্রি করে। তার ভাই শুশান্ত পাল গোহাইলবাড়ি গ্রামের সোহাগ মিয়ার কাছে মাটি বিক্রি করে। শনিবার সকালে জুয়েল ভেকুসহ তার ১০/১২ জন লোক নিয়ে মাটি কাটতে যায়। এসময় সোহাগের লোকজন মাটি কাটতে বাধা প্রদান করে।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এতে মারাত্মকভাবে আহত হন তেতুলিয়া গ্রামের ইয়ারুল শেখ (৩৫) শিমুল শেখ (৩৪) মামুন (২২) নুরুল ইসলাম (৩৫)। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিন্টু ও লালন প্রামানিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৯ জনকে থানা হেফাজতে রাখা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা