ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার নির্দেশে হামলা, পা ভাঙলো মারুফের আঘাতে

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার নির্দেশে হামলা, পা ভাঙলো মারুফের আঘাতে
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন ৫০ বছর বয়সী এক নারী, আলেয়া বেগম। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নির্দেশে মারুফ নামে এক যুবকের হামলায় গুরুতর আহত হন তিনি ও তার পরিবারের সদস্যরা। গত ৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে, ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আলেয়া বেগমের পরিবার ও লুৎফর রহমানের পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ওই দিন দুপুরে আলেয়া বেগম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে মারুফ আলেয়া বেগমকে ধরে গাছের সঙ্গে আছাড় দেন, যার ফলে তার একটি পা ভেঙে যায়।

আলেয়া বেগমের পরিবারের সদস্যরা জানান, হামলার পরও লুৎফর রহমান ও তার সহযোগীরা তাদের হুমকি দিয়ে যাচ্ছেন, যাতে তারা আইনের আশ্রয় নিতে না পারে। তাদের অভিযোগ, পূর্বের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে লুৎফরের পক্ষের লোকজন প্রায়ই তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এই ঘটনার বিষয়ে লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, এটি একটি পারিবারিক ঝগড়া, যা ভুল বোঝাবুঝির কারণে বড় আকার ধারণ করেছে। অভিযুক্ত মারুফ দাবি করেন, তিনি আসলে ঝগড়া থামাতে গিয়েছিলেন এবং তার কোনো ইচ্ছা ছিল না কাউকে আঘাত করার। তবে এলাকাবাসী এই বক্তব্য নাকচ করে জানান, মারুফ ইচ্ছাকৃতভাবে আলেয়া বেগমকে মারধর করেন এবং গাছের সঙ্গে আছাড় দেন, যার ফলে তিনি গুরুতর আহত হন ও তার পা ভেঙে যায়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতোমধ্যে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, লুৎফর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তবে তাদের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পান না। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার চায় এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম