ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এম.ভি মিতালি-৫ এর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনায় নৌকাটি ডুবে যায় এবং ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আলমগীর হোসেন। তিনি আরো বলেন, নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত এখনো শিশুটির কোনো খোঁজ মেলেনি।
প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ছেলে রায়হান মল্লিক (৯) প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গিয়েছিল। জাল ফেলার পর তারা নদীতে অপেক্ষা করছিল, ঠিক সে সময় ঢাকা থেকে আসা এম ভি মিতালি-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দিলে তা মুহূর্তেই ডুবে যায়। বিপ্লব হাওলাদার সাতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও শিশু রায়হান নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর থেকে শিশুটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্তান নিখোঁজ হওয়ার খবর পেয় পিতা মোহাম্মদ আলী মল্লিক ও তার স্ত্রী নদীর তীরে আহাজারি করছেন। মোহাম্মদ আলী মল্লিক কান্না রত কন্ঠে বলেন আমার সন্তানকে আপনারা খুঁজে এনে দিন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ