বটিয়াঘাটার গাওঘরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বটিয়াঘাটার গাওঘরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: মোঃ ইমরান

দৈনিক বিজয় নিউজ বাটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ

বটিয়াঘাটার গাওঘরা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনুষ্ঠান হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা শাখার আহবায়ক, সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১. এস এম ফরিদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাবেক মেম্বার মোঃ মোক্তার হোসেন গাজী ও ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার ওয়াহিদুজ্জামান। এসম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক প্রদ্যুৎ বিশ্বাস, নবজীতা রায়, আফরোজা খাতুন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাথী আক্তার, রনি বেগম,সমাজ সেবক আঃ রশিদ সরদার, এসএম ইউনুস আলী, সুলতান আহমেদ মোড়ল, মনিরুল ইসলাম, ছাত্রলীগনেতা আসিক সরদার প্রমূখ। ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরনী শেষে শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। 

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান