বুড়িচংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবের বিদায়

বুড়িচংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবের বিদায়
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

সারা দেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিজয়া দশমীর মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৪১টি পূজা মন্দিরে পূজা উদযাপন কমিটির আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। সর্বত্র বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। বুড়িচং সদর শ্রীশ্রী দক্ষিণা কালী বাড়ি দুর্গা মন্দিরে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মতিন, শফিকুল, ইকরা, অহিদ, মোর্শেদা, ফেরদৌসী এবং গ্রাম পুলিশ মফিজুল ইসলাম ও মোসলেম জানান, থানার নির্দেশনা অনুযায়ী তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। ফলে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হয়নি। এছাড়া পূজা মণ্ডপে বুড়িচং থানার এসআই হেলাল উদ্দিন এবং বুড়িচং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম দায়িত্ব পালন করেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মন্দিরে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা চলবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ