নরসিংদীর শিবপুরে ৪৫ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ৪৫ কেজি গাঁজাসহ আল মামুন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা সিলেট মহা-সড়কের শিবপুর উপজেলার নোয়াদিয়ার খলাপাড়ার সিএন্ডবি ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল মামুন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।পুলিশ জানায়, আজ ৫ অক্টোবর রোববার সকাল ১০টা ৫০ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ঢাকা - সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নোয়াদিয়া এলাকার খলাপাড়া সিএনবি ব্রীজের ১০০গজ পশ্চিমে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যানের ভিতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন চেম্বারে তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন