শিবপুরে শহীদ জিয়া স্মৃতি ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১ ইং জানুয়ারি শুক্রবার,বিকেলে দুলালপুর যুব সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ভলিবল ফাইনাল খেলায়, দুলালপুর ইউনিয়ন এর
চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল হারিছ রিকাবদার (কালা মিয়া স্যার ) চেয়ারম্যান,মাছিমপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি, শিবপুর উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন,বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী। ভলিবল ফাইনাল খেলায় দুলালপুর ভলিবল টিম গন্ডারদিয়া ভলিবল টিমকে পরাজিত করে চাম্পিয়ান হয়। প্রধান পৃস্টপোষক ছিলেন, এম আর খান রাজীব নির্বাহী পরিচালক, জে এফ এন্টার প্রাইজ। সার্বিক তত্বাবধানে ছিলেন, আমীর খসরু ভূইয়া হিন্দোল। সাবেক সভাপতি, দুলালপুর ইউনিয়ন ছাএদল।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন