"দৈনিক বিজয় নিউজ" কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচ ২০২৫

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
৭ই ফেব্রুয়ারি ২০২৫, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাড়ইয়া ইউনিয়নের, আব্দুল মালেক ডিগ্রী কলেজ মাঠ সংলঙ্গে দৈনিক বিজয় নিউজ কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচ ২০২৫। খেলাটি আয়োজিত হয় দুটি দল যুবক এবং কিশোরদের নিয়ে। খেলাটিতে অংশগ্রহণ করে দুটি দল, দল দুটির নাম ছিল বিবাহিত বনাম অবিবাহিত। এই খেলায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। খেলাটি উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে খেলাটি উপভোগ করে সাধারণ মানুষ। শীতকালীন মৌসুমে বিভিন্ন আনুষ্ঠানের মধ্যে এটাও ছিল একটি সুন্দর আয়োজন। গ্রামীণ পরিবেশে এরকমের বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে গ্রামবাসীরা। খেলাটিতে প্রথম ২০ মিনিটে বিবাহিতরা অর্থাৎ সিনিয়র দলটি একটি গোল দিয়ে বিজয়ের দিকে গেছিলেন।পরবর্তীতে খেলার শেষের দিকে ১০ মিনিট বাকি থাকায় ছোটরা অর্থাৎ অবিবাহিত দলটি একটি গোল দিয়ে সমানে সমান থাকে। পরিশেষে প্লান্টিকের মাধ্যমে ম্যাচটি উঠানো হয়। পাঁচ প্লান্টিক হওয়ায় দুটি দল প্লান্টেকে অংশগ্রহণ করে এবং অবিবাহিতরা অর্থাৎ ছোটরা ম্যাচটি ৩-২ গোলে জিতে যায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ