ঠাকুরগাঁওয়ে শুভ উদ্বোধন হলো জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে,আজ ১৬ ফেব্রুয়ারি(রবিবার) বিকাল ৩টাই জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা উওর শাখা, ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাবেক ফুটবল খেলোয়াড় বাংলাদেশ । মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা। মোঃ ফরহাদ হোসেন আজাদ, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এবং খেলা প্রেমিক দর্শক। বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম