কেশবপুরের পাঁজিয়ায় ৪ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন আবুল হোসেন আজাদ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়ায় ৪ দিন ব্যাপী ১৩তম বইমেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হোসেন আজাদ। শুক্রবার (২১ ফেব্রুয়ারী-২৫) রাতে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে ওই মেলার শুভ উদ্বোধন করেন। ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে এবং মাসুদুজ্জামান মাসুদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সভাপতি, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম ও মাওলানা শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, পাঁজিয়া বইমেলা উদয়াপন পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান। বইমেলায় অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থী রোহিতা কুণ্ডু, ফারদিন ফাহাদ, আনিসা তাবাছুম, রূপা পাইন, পূর্ণিমা মন্ডল ও অরিন দত্তের মাঝে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হোসেন আজাদ। এর পর চুয়াডাঙ্গা- কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার ঘোষ তার নিজের লেখা 'কবিতা তোমার জন্য' বই অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিকে উপহার দেন। প্রধান অতিথি বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
শুক্রবার আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্দুস সাত্তার ও মাহামুদুল হাসানের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন, হৃদয় রায়, সবুজ শাহরিয়ার, এণ্ডো জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, আজিজুর রহমান নয়ন ও খলিলুর রহমান। অতিথি শিল্পী ছিলেন, যশোরের জ্যোতি ও ঢাকার কেয়া। বইমেলা উদযাপন কমিটির সভাপতি ও পাঁজিয়া প্রেসক্লাবের সভাপতি এম এ আব্দুল হালিম জানান, এবারের বইমেলায় বিভিন্ন বইয়ের স্টল রয়েছে, সেখানে অনেক প্রকার বই পাওয়া যাবে। বইমেলা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান জানান, প্রতিদিন শিশুদের অংকন প্রতিযোগিতা আছে এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কারের ব্যবস্থা থাকবে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ