পাবনায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠিত।

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে ১ মার্চ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ও বৃত্তি প্রদান করেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, রোটারী ক্লাব অব পাবনার চ্যাটার্ড প্রেসিডেন্ট, পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের এমডি ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান অবঃ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতীর উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি গুরুত্ব সহকারে শিক্ষা অর্জনের জন্য সবাইকে চেষ্টা করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার চেয়ে কিন্ডারগার্টেনে পড়াশোনার মান ভালো। তিনি কিন্ডার গার্টেনের শিক্ষকদের প্রতি গুরুত্ব সহকারে শিক্ষার্থীদের মধ্যে পাঠ দানের আহবান জানান। অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন কিন্ডারগার্টেন শিক্ষকগন কষ্ট করে যে ভাবে শিক্ষাদান করছে তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান। সভাপতি তার স্বাগত বক্তব্যে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন মাওলানা আলমগীর হোসাইন। বাংলা ও ইংরেজীতে তরজামা করেন যথাক্রমে আমিনুল ইসলাম ও রাশিদুল ইসলাম। বৃত্তি প্রদান অনুষ্ঠান পাবনার ৪২ টি কিন্ডার গার্টেনের ১০২০ জন শিক্ষাথীদের বৃত্তি প্রদান করা হয়। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় অন্যদের মধ্যে বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উপদেষ্টা এম এ খালেক খান পিভিএম-সেবা, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাশিদুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান