উপলদ্ধ ক্ষনে... ৪ ২ ২ ৭ ৩ - এস এম মনিরুজ্জামান আকাশ

উপলদ্ধ ক্ষনে... ৪ ২ ২ ৭ ৩  - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

উপলদ্ধ ক্ষনে... ৪ ২ ২ ৭ ৩

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।

দিন শেষে সন্ধ্যা নামবে ফিরতে হবে ঘরে-
অপরকে বিলিয়ে সুখ টুকু শুন্য হাতে একা,
প্রত্যাশা নয়তো পাওয়া কোন কিছু নিজের তরে-
প্রাপ্তীতে পরম সুখ সকলকে হাসি মুখে দেখা!

দিন শেষে ঘরে ফেরা কর্মঠও খোঁজে আঁচল-
প্রশান্তির কোমল ছোঁয়া কাম্য মেহনতের দামে,
কেবলই নিঃশব্দে নিঃরবে তপ্ত মন হয় প্রবল-
কিছুই খোঁজেনা নিঃরস কাব্যিক কর্তব্য প্রেমে!

দিন শেষে ঘরে ফেরা পাখিটিরও তাড়া থাকে-
কখন হবে সকাল; রাঙা সকাল ফুটবে আলো,
ছুটে ফিরবে অন্ন সংস্থানে প্রচ্ছাদিত চারি দিকে-
রোজ আরক্ত নয়নে গতি প্রকৃতিতে বেসে ভালো!

সংসার বিরাগ ভাজন করে সংসার পালন সদা-
পারেনা ইচ্ছেদের করতে বিনাশ হয় ক্ষতবিক্ষত,
তদ্রূপ জীবনের গতি পথে পড়ে অনেকে বাধা-
হৃদয় বিদীর্ণ করে দুঃখ বয়ে বেড়ায় প্রতিনিয়ত!

দিন শেষে সন্ধ্যা নামুক; ফুটুক আলোক রাশি-
হোক পৃথিবী রঙ্গীন প্রস্ফুটিত কেটে অন্ধকার,
রাঙা রবির শুভেচ্ছা সকলকে যাক ভালোবাসি-
দিনের আভা যেনো সংকুচিত হয়না আর......

তারিখঃ ০১/০৩/২০২২ ঈশায়ী,
রাতঃ- ১২:৩০__১২:৫০" মহকক,চাটমোহর, পাবনা।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ