"সমকালীন রাজনৈতিক মন্তব্য হোক দায়বদ্ধতা ও সহমর্মিতাপূর্ণ"

ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

সুপ্রিয় নেতৃবৃন্দ ও মুক্ত মনের ভাই বন্ধুরা! সকলের প্রতি বিনীত অনুরোধ বর্তমান অন্তর্বর্তী কালীন সময়ে অযথা তর্কে না জড়িয়ে আমরা শান্তি ও সুশৃঙ্খল ভাবে কথা বলতেই পারি। আজকে অনেকেই অনেক ভাবে ফেসবুকে পোস্ট করছেন! হয়তো আমাদের অনেকেরই বয়স বেশি নয়! বাস্তবতার মুখোমুখি আমাদেরকে হয়তো কখনো দাড়াতে হয়নি বা দাড়ালেও কিঞ্চিৎ আর সিনিয়রদের সাথে জটিল বিষয়ে কথা বলতেও ভালো ভাবে শিখিনি! ঐতিহাসিক ব্যক্তিদের ব্যক্তিগত আক্রমণাত্নক বাক্য উচ্চারণ করা নৈতিক পারিবারিক সুশিক্ষা বহন করার লক্ষন প্রকাশ করেনা। সকলের উচিত হচ্ছে শালিনতার মাঝে অবস্থান করে যাচিত কথা বার্তা বলা, শ্রাব্য বাক্য উচ্চারণ করা! রক্ষণশীল পরিবারের সদস্যরা জানে ইতিহাস কাউকে ছোট করতে শেখায় না। এছাড়াও সহজেই এ কথা অনুমেয় যে, কাউকে বড় করার অর্থ এই নয় যে,আমি ছোট হয়ে গেলাম বা ছোট হয়ে যাবো।আজ দেশ ও দেশের মানুষ দুষ্ট চক্রে ঘুর্নায়মান আবর্তে আবর্তিত পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে ভীত সন্তোস্ত্র ও উদ্বেগে পতিত হয়েছে। হয়তো খুবই উৎফুল্ল হওয়ার কিছু নেই, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পথে আর বিএনপির টুটি চেপেও ধরার দৃশ্যমান সময় আসতে বিলম্ব হবেনা। পরিস্থিতির যে ভাবে উত্তরণ ঘটছে, হয়তো সময় কঠোর হতে কাল ক্ষেপন করবেনা!

অতি আত্মতুষ্টির কারন হওয়ার চেয়ে ধীর গতিতে সামনের সময় পর্যবেক্ষণ করা উচিত! ঘাত প্রতিঘাত কখনো মোকাবেলা করেনি যারা, তারা হয়তো বলে যে, সামনের পথ ও সময় ভালো হবে। নিবিড় ভাবে চিন্তা করলে বোঝা যাচ্ছে যে, হয়তো অদুর ভবিষৎ বাংলাদেশকে একটি অঘোষিত গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বা যাবে। সকলের মত পথ কে উদার সম্প্রীতিতে বিজরিত করে আসন্ন কঠিন সময়কে কাঁধে-কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে পাড় করতে হবে। মনের দিক থেকে সকলকেই মহৎ হতে হবে, কেউ অশালীন কথা বলতে পারে বা লিখতে পারে সেই ব্যক্তিকেই আরো দায়িত্বশীলতার সাথে কোন কথা বা বিষয় লিখতে বা বলতে হবে। কথার পিঠে কথা থেকে যায় যে, সম্মান প্রভাব প্রতিপত্তি আল্লাহ তায়ালা নির্ধারণ করেন! মানুষের কাজ এটা নির্ধারণ করা নয়... আরো কথার পিঠে কথা এসে পড়ে যে, মেঘ গর্জন করে আকাশে, মুসলধারে বৃষ্টি নামে তখন মনে হতেই পারে যে, হয়তো আর বৃষ্টি থামবেনা বা মেঘের গর্জন থামবে না। সময়ের কালস্রোতে বৃষ্টিও থামে মেঘও ঠিকই কেটে যায়!
অতএব, সাবধানে আমাদের কথা বলতে হবে, সম্মানিত ব্যক্তিদের, সিনিয়রদের আমরা প্রাপ্য সম্মানটুকু না দিতেই পারি, পারিবারিক নাগরিক সামাজিক রাজনৈতিক শিক্ষার দেউলিয়াত্বে! তাই বলে কাউকে অসম্মান করা মোটেও উচিৎ নয়... সকল বাক-বিতন্ডার অবসান ঘটুক সমকালীন রাজনীতি ও জীবন ধারা থেকে। রাজনৈতিক দায়বদ্ধতা হোক এ সমাজে প্রতিষ্ঠিত......(আট মার্চ ২০২৫ ঈশায়ী)

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ