৫৪ তম শুভ জন্মবার্ষিকীঃদেওয়ান জামিউল ইসলাম কাবলী! ভালোবেসে আলো জ্বালানো একজন

৫৪ তম শুভ জন্মবার্ষিকীঃদেওয়ান জামিউল ইসলাম কাবলী! ভালোবেসে আলো জ্বালানো একজন
ছবিঃ এসএম এম আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলার চাটমোহর উপজেলার সীমানা জড়িয়ে আছে কতটি উপজেলা, উত্তর: ৬টি। (ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া, বড়াইগ্রাম, তাড়াস, গুরুদাসপুর)
এই ছয়টি উপজেলায় সুপরিচিত সংগঠন চাটমোহর তথা এই ছয়টি উপজেলা সুপরিচিত ও প্রিয় শিল্প বিদ্যাপীঠ চিত্রগৃহ চাটমোহর।
চাটমোহরের সীমানা ছুঁয়ে থাকা ৬ টি উপজেলায় কি আছে চিত্রগৃহ চাটমোহরের মত এক শিল্প বিদ্যালয়? যেখানে এক ছাদের নিচে শিশুরা ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি, নাটকে বিকশিত হতে পারে?

উপজেলা পর্যায়ে এমন প্রতিষ্ঠান নেই বলেই, ভাঙ্গুড়া থেকে, ফরিদপুর থেকে শিশুরা শিখতে আসে চিত্রগৃহ চাটমোহরে।
চাটমোহরে কেন এমন প্রতিষ্ঠান হলো?

উত্তরে অনায়াসেই বলতে হয় যে,
১. শিল্প-সাহিত্যে চাটমোহর এক উর্বর ভূমি।
২. শিল্প শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে শিল্পী মিলন রবের শিল্প বিদ্যালয় ধারণা, চাটমোহরে শিল্পের প্রাতিষ্ঠানিক চেষ্টাকে দিয়েছে শক্ত ভিত্তিমূল। পরবর্তিতে শিল্পী মানিক দাসের চেষ্টা চাটমোহরে শিল্পের প্রাতিষ্ঠানিক যাত্রাকে এগিয়ে দিয়েছে অনেক খানি পথ।
৩. বর্তমানে কিছু মানুষের সীমাহীন ত্যাগে টিকে আছে 'চিত্রগৃহ চাটমোহর'।

এই চিত্রগৃহ চাটমোহরে কিছু মানুষের সীমাহীন ত্যাগ শ্রম-ঘাম ওতপ্রোতভাবে মিশে আছে! তাদের মধ্যে একজন ওস্তাদ দেওয়ান জামিউল ইসলাম কাবলী স্যার। যিনি পাবনা জেলার চাটমোহর উপজেলা সদরে ১৯৭১ সালের ৯ মার্চ জন্মগ্রহণ করেন। আজ উস্তাদ দেওয়ান জামিউল ইসলাম কাবলী স্যারের ৫৪ তম জন্মবার্ষিকী।
যিনি বিনা সম্মানিতে চিত্রগৃহ চাটমোহরে বাচ্চাদের গান শেখান এবং সেটা কয়েক বছর ধরে। স্যারের নিঃস্বার্থ সময় দানের উপর চিত্র গৃহ চাটমোহর এতো বছর শিশুদের জন্য গান শেখাটা বিনামূল্যে রেখেছে। (২০২৫ সাল থেকে খুব সামান্য একটা টোকেন মানি নেয়ার পরিকল্পনা চলছে)

তবে বিনা সম্মানীতে বাচ্চাদের গান শেখানো, শুধু এতোটুকু বলে ওস্তাদ দেওয়ান জামিউল ইসলাম কাবলী স্যারের অবস্থানকে পুরো তুলে ধরা যাবে না!

শনিবার সকালে উনি নির্দিষ্ট সময়ে আসেন, নিজে দরজা খুলে শিক্ষার্থীদের শেখান, তারপর নিজে দরজা বন্ধ করে চলে যান।
এ জায়গায় অনেক উদার মানুষের এ চিন্তাটা আসতো যে, বিনা সম্মানীতে শেখাচ্ছি এই তো অনেক, আমাকে কেন দরজা খুলতে হবে? প্রতিষ্ঠান কেন অন্তত আমার জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবে না?

চিত্রগৃহ চাটমোহরের পরিচালক আসাদুজ্জেমান (জেমান আসাদ) থাকেন ঢাকায়। স্বপ্রনোদিত ভাবে তিনজন অভিভাবক পরিচালক হিসাবে প্রতিষ্ঠানটি দেখ ভাল করেন বৃহস্পতি ও শুক্রবার। আর্থিক বাস্তবতায় যেহেতু বেতন দিয়ে লোক রাখা সম্ভব নয় তাই শনিবারে শিক্ষককেই খুলতে হয় প্রতিষ্ঠানের দরজা।
চিত্রগৃহ চাটমোহর সংশ্লিষ্টদের উদারতা, এ প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সহায়ক হয়েছে। তারা প্রত্যেকেই হয়েছেন প্রতিষ্ঠানটির এক একটি পিলার।

আজ চিত্রগৃহ চাটমোহরের এক খুঁটি বা ভিত্তি ওস্তাদ দেওয়ান জামিউল ইসলাম কাবলী স্যারের ৫৪ তম শুভ জন্মবার্যিকী। শুভ জন্মদিন হে শিল্পানুরাগী উস্তাদ দেওয়ান জামিউল ইসলাম কাবলী স্যার।
চেতনায় চাটমোহর নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছিলো যে, কারো জন্মদিনের শুভেচ্ছামূলক পোস্ট করবে না।
কিন্তু চাটমোহরে শিল্প সংস্কৃতির লড়াইয়ের এক যোদ্ধার অবদানকে স্মরণ করতে শুভ জন্মবার্ষিকী উপলক্ষে এমন মহৎ উদ্যোগ নিয়েছে কাবলী স্যারের জন্মদিন পালনের।

দেওয়ান জামিউল ইসলাম কাবলী স্যারের ৫৪ তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দান করেছেন বিশিষ্টি কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। এছাড়াও এমন একজন পরিশ্রমী মহান মানুষের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক বিজয় নিউজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ