নাইক্ষ্যংছড়ি"র বাইশারীতে সড়ক নির্মাণে অনিয়ম, অবৈধ বালু ও পাহাড় কাটার বিরুদ্ধে হুঁশিয়ারি

নাইক্ষ্যংছড়ি
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামীণ সড়ক নির্মাণে অবৈধভাবে উত্তোলিত বালু ও পাহাড় কেটে নেওয়া মাটি ব্যবহারের বিষয়ে তদন্ত করতে সরেজমিনে পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি বাইশারী-হেডম্যান চাকপাড়া পাড়া-পুর্নবাসন পাড়া সড়কের চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি খাল ও ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালু এবং পাহাড় কেটে নেওয়া মাটি দিয়ে সড়কের নির্মাণ কাজ করায় সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করেন। পরিদর্শনকালে ইউএনও বলেন, "খাল থেকে বালু উত্তোলনের ফলে রাস্তা ধসে যেতে পারে এবং জনগণের চলাচলে দুর্ভোগ বাড়বে। অথচ সেই বালু-ই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।" তিনি সংশ্লিষ্ট ঠিকাদারদের স্পষ্ট বার্তা দেন যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং পরবর্তীতে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় ইউএনও বাইশারী ইউনিয়নের লম্বাবিল এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনাও পর্যবেক্ষণ করেন। তিনি পাহাড় কেটে ফসলি জমি ভরাটসহ পরিবেশ ধ্বংসকারী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কেউ পরিবেশ ও সরকারি প্রকল্প নিয়ে অনিয়ম করতে না।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি