নওগাঁয় আল্লাহুর আইন চাই, সৎলোকের শাসন চাই এই স্লোগানে সামনে রেখে জামাতি ইসলামের কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁয় আল্লাহুর আইন চাই, সৎলোকের শাসন চাই এই স্লোগানে সামনে রেখে জামাতি ইসলামের কর্মীসভা অনুষ্ঠিত
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

আল্লাহুর আইন চাই, সৎ লোকের শাসন চাই" স্লোগানে নওগাঁর সাপাহার তিলনা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বুধবার বিকেল ৩ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা তিলনা ইউনিয়ন শাখার উদ্যোগে তিলনা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভা ও ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলনা ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দিন আনসারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলাম ও তাকওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ রেখে এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ সাপাহার, পোরশা, নিয়ামতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ (এমপি)প্রার্থী মাহবুবুল আলম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলনা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুণ, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের ইংরেজি প্রভাষক সাদেকুল ইসলাম ও মিজানুর রহমান প্রমুখ। এ সময় জামায়াতে ইসলামী'র উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।শেষে দেশবাসীর সকলের জন্য দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার