ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
ছবিঃ মোঃ নাঈম আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানায়, ইঁদুর মারার জন্য বাড়ির পেছনের ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন কৃষক জয়নাল হাওলাদার। সোমবার সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান তিনি। পরে দুপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ