ইচ্ছে করে

ইচ্ছে করে
ছবিঃ আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ইচ্ছে করে তোমার প্রেমে হাবুডুবু খাই, ইচ্ছে করে তোমায় নিয়ে দুনিয়া মাতাই। ইচ্ছে করে তোমায় নিয়ে নদীর বাঁকে হাটি,ইচ্ছে করে তোমায় নিয়ে জলকেলিতে মাতি। ইচ্ছে করে চাঁদনী রাতে বনবাদাড়ে ঘুরি, ইচ্ছে করে জঙ্গলি ফুল তোমার খোঁপায় ফুরি । ইচ্ছে করে বিকেল কিংবা জোস্না রাতে আসি, ডিঙ্গি নৌকায় দু'জন বসে চলনবিলে ভাসি। ইচ্ছে করে সাঁঝের আগে কাশবাগানে যাই, লুকোচুরি খেলতে খেলতে আনন্দ খুব পাই। ইচ্ছে করে তোমায় একটা পুতুল করে রাখি, ইচ্ছে করে স্বপ্নসাজে মনের রঙে মাখি। ইচ্ছে করে কলম করে বুকের সাথে রাখি,  ইচ্ছে করে হৃদয় খাতায় সেই কলমে আঁকি। ইচ্ছে করে দু'জন মিলে বাইক নিয়ে ঘুরি, ইচ্ছে করে তোমার হাতে পরাই রেশমী চুড়ি। মেঘকালো চুলের ছোঁয়া চোখেমুখে গুণি, ইচ্ছে করে নিশি জেগে তোমার কথা শুনি। ইচ্ছে করে জীবন তরির সন্ধ্যা ঘনায় এলে, মন মিতালি ভঙ্গ হোক হাসি তামাশা খেলে।

দৈনিক বিজয় নিউজ/ আকাশ