নরসিংদী শিবপুরে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় আহত ৩
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করলো। প্রতিবেশী লিপি বেগম এর পুত্র, সন্ত্রাসী, মাদকাসক্ত, সিজন(২২)পিতা,মো:সোহেল,সাং:পাড়াতলা, থানা:শিবপুর, জেলা :নরসিংদী অভিযোগের প্রেক্ষিতে ২৮ইং অক্টোবর সোমবার,সরেজমিনে ঘটনাস্থলে গেলে, এবং এলাকাবাসির তথ্য মতে ঘটনার সত্যতা পাওয়া যায়। এলাকাবাসির তথ্য মতে, সন্ত্রাসী সিজন গং,নাজিম উদ্দিন (৫৫) তার স্ত্রী মমতাজ (৪৫) ও তার মেয়ে শিমা(২০) কে এলোপাতাড়ি পিটিয়ে
গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সূত্র মতে জানা যায়,গত ১৭ইং সেপ্টেম্বর বেলা ১১টার সময় বখাটে সিজন ও ৩/৪ জন মিলে বেধরক পিটিয়ে আহত করে। তাঁদের কে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কাটা স্থানে সেলাই সহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ১৮ইং সেপ্টেম্বর শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন বলে জানা যায়। এর ই সূএ ধরে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এক শালিসির আয়োজন করেন। উভয় পক্ষ খোলা স্ট্যাম্প এ সই স্বাক্ষর দিয়ে উভয় পক্ষ আপোষ মীমাংসা করে। কিন্তু পরবর্তীতে থানার সাব ইন্সপেক্টর খোলা স্ট্যাম্প ও আপোষ মীমাংসার কাগজ উদ্ধার করে নিয়ে যান।পরে, ভুক্তভোগী নিজাম উদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে লিপি বেগম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সূএ:শিবপুর এম মামলা নং ১৪/২০২৪ইং ধারা: ফৌ:কা:বি: ১০৭/১১৪/১১৭(গ) এ ব্যাপারে স্থানীয় মাতব্বর গনের সাথে কথা বলে জানা যায়, আপোষের কথা বলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করেছেন। এবং এলাকা বাসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিপি বেগমের প্ররোচনায় এই হামলা এবং মামলা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন