মনোহরদীতে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
সারা বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় নরসিংদীর মনোহরদীতেও শুরু হয়েছে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম। শুক্রবার(৬ ডিসেম্বর)থেকে শুরু হলো এর প্রথম ধাপ এর কাজ, এতে মোট ৪ দিন প্রশিক্ষণ দেয়া হবে লিস্টিং কারী ও সুপারভাইজারগনকে। প্রশিক্ষণ শেষে আগামী ১০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চলমান থাকবে। মনোহরদী উপজেলাকে মোট চারটি জোনে বিভক্ত করা হয়েছে। জোনাল অফিসার মনোহরদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব আফরিনা আক্তারের অধীনে মনোহরদী পৌরসভা ও চালাকচর ইউনিয়ন। পরিসংখ্যান কর্মকর্তা জনাব মো: সাইদুর রহমান এর অধীনে লেবুতলা,খিদিরপুর, চরমান্দালিয়া,চন্দনবাড়ী এ চারটি ইউনিয়ন। পরিসংখ্যান কর্মকর্তা জনাব গোলাপ মিয়ার অধীনে শুকুন্দি, গোতাশিয়া,একদুয়ারিয়া, দৌলতপুর ইউনিয়ন। আনসার বাহিনীর উপজেলা প্রশিক্ষক জনাব জুয়েল মিয়ার অধীনে কৃষ্ণপুর,বড়চাপা,কাচিকাটা ইউনিয়ন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম